সাতক্ষীরায় পরোকীয়া প্রেমের জের ধরে স্বামী গোলাম মোড়লকে শ্বাসরোঁধ করে হত্যাকারী স্ত্রী রেহেনা ও পরোকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
রোববার (০৬ মার্চ) সকাল ১০টায় তালা উপজেলার ত্রিশ মাইল নামক স্থানে খুলনা-সাতক্ষীরা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় নগরঘাটার সাবেক ইউপি সদস্য আবুল কালাম মোড়ল’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারুক হোসেন, অটো রাইস মিল মালিক আবুল কালাম আজাদ, নিহতের ভাইজি বৃষ্টি আক্তার, নিহতের বোন খাদিজা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, গত ০১ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পরোকীয়া প্রেমের জেরে স্বামী গোলাম মোড়লকে শ্বাসরোঁধ করে হত্যা করা হয়। পুলিশ ঘটনার দিন নিহতের স্ত্রীকে আটক করেছে।
স্ত্রী রেহেনা ও পরোকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবার ও এলাকাবাসীসহ সর্বস্থরের মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “এক দফা এক দাবী হত্যাকারী স্ত্রী রেহেনা ও পরোকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসি। এঘটনায় জড়িত খুনীদের ফাঁসী না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেনা বলে মানববন্ধনে হুশিয়ারী দেয়।