সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৫ মার্চ) সকালে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ। ইউপি সদস্য মেহেদী হাসান পাড়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কোহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু বক্কার, বীর মুক্তিযোদ্ধা সমর সরদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম সরদার, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আমেনা খাতুন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু প্রমুখ।