সাতক্ষীরায় ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ’র উদ্যোগে ৩রা মার্চ ১৯৭১ ও শহীদ আব্দুর রাজ্জাক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ’র আয়োজনে সংগঠনের সভাপতি পলটু বাসার’র সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার গণমানুষের প্রাণপ্রিয় নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, ১৯৭১ সালে ৩রা মার্চ গুলিতে আহত এম খলিলুল্লাহ ঝড়ু, শেখ নিজাম উদ্দিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জেলা জাসদ’র সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী, পৌরসভার মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, গাজী শাহজান সিরাজ, উদীচি জেলা সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, কবি ও সাহিত্যিক শেখ শহীদুর রহমান, কবি শুভ্র আহমেদ, জহুরুল কবির, সৈয়দ একতেদার আলী প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ’র আয়োজনে সমাজ ও সাহিত্য বিষয়ক পত্রিকা ৩রা মার্চ ১৯৭১ ও শহীদ আব্দুর রাজ্জাক স্মরণ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এসময় বীরমুক্তিযোদ্ধা, কবি-সাহিত্যিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ’র সহ-সাধারণ সম্পাদক শেখ সেলিম উল্লাহ।