সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ধুলিহর ইউনিয়ন পরিষদের আয়োজনে ধুলিহর ইউনিয়ন পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সচিব কাঞ্চন কুমার দে, ইউপি সদস্য হাজী এনামুল হক খোকন, মিনহাজ মোরশেদ, মো. আনিছুর রহমান, বিক্রম গাইন, তপন কুমার শীল, বিষ্টুপদ সরকার, আলমগীর হোসেন মন্টু, মো. ফারুক হোসেন মিঠু, মো. শরিফুল ইসলাম মোড়ল, মোছাঃ রাবেয়া খাতুন, সালমা সুলতানা শিল্পী, রহিমা বেগম প্রমুখ।