স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা এবং “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা এবং “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে মুল আলোচনা রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, আরডিও বিশ্বজিত ঘোষ, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানাসহ সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।