‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য রোধ করতে না পারলে ক্ষমতা ছেড়ে চলে যান’ জানিয়ে বিএনপির কেন্দ্রিয় নেতা আসাদুজজামান আসাদ বলেন আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
তিনি আরও বলেন এই সাতক্ষীরায় গত ২২ মাসে ৩৬০ টি ধর্ষনের ঘটনা ঘটেছে। সরকারের দায়িত্ব তবে কী এই প্রশ্ন রেখে তিনি বলেন আপনারাই বলেছেন বাজার নিয়ন্ত্রনের দায়িত্ব আপনাদের নয়। আসাদুজ্জামান আসাদ আরও বলেন সরকার গুম আর খুনে পারদর্শী। বিচার বহির্ভূত হত্যা করে এদেশের র্যাব ও পুলিশ প্রধানকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। হত্যা ও গুমের বিচার হবেই জানিয়ে তিনি বলেন এই সরকারের পতনের সাথে সাথে নির্বাচন কমিশনও বিদায় নেবে। দেশের বাজারমূল্য সরকার নিয়ন্ত্রন করতে ব্যর্থ এমন অভিযোগ করে বিএনপির কেন্দ্রিয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান আসাদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির নেপথ্যে রয়েছে সরকারের বাজার সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে সব জিনিসপত্রের দাম বাড়িয়ে সরকার মজা দেখছে। তিনি বলেন, দায়িত্বজ্ঞান না থাকায় এবং কোনরকম জবাবদিহিতা না থাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরকারের কোন মাথাব্যথা নেই।
দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় সকল পন্যের দাম হু হু করে বেড়ে চলেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগনকে এই দূর্ভোগ পোহাতে হবে। তারা ১০ টাকা মূল্যে চাল খাওয়াবে আর ঘরে ঘরে চাকরি দেবে এমন হাওয়াই প্রতিশ্রুতি দিয়ে এখন তার উল্টোটাই করছে। বাজারে ৫৫ টাকার নিচে কোন চাল নেই, ভোজ্য তেলের দামও আকাশচুম্বী উল্লেখ করে তিনি বলেন এ সবই সরকারের কারসাজি। আগামী রমজানেও তারা জিনিসপত্রের দাম আরও বাড়ানোর পায়তারা করছে বলে মন্তব্য করেন তিনি। এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবেনা উল্লেখ করে তিনি বলেন তৃণমূল পর্যায়ে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে শহরতলীর তালতলা হাইস্কুল মাঠে বুধবার বিকালে বিএনপি আহুত প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রিয় নেতা ডা. শহিদুল আলম, কেন্দ্রিয় যুবদল নেতা আলী আকবর চুন্নু, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, চেয়ারম্যান আব্দুর রউফ, আমিনুর রহমান মিনু, শেখ তারিকুল হাসান, আব্দুস সামাদ, মোঃ হাবিবুর রহমান, আবু জাহিদ ডাবলু, হাফিজুর রহমান মুকুল, মোঃ শের আলী, কামরুজ্জামান, মাহবুবুল ইসলাম, আলাউদ্দিন লিটন প্রমুখ নেতা।