সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতায়” অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় “জাতীয় বীমা দিবসের” তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সহকারী কমিশনার মো. রেজাউল করিম, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক (উন্নয়ন) ও জেলা সমন্বয়কারী মো. নাইমুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি গোপালগঞ্জ শাখার ইনচার্জ মো. এনামুল হক সহ সুবিধাভোগীরা।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বাবুলাল -এর পক্ষে তার প্রতিনিধি নাসিম মোল্লার হাতে ২,৪৭,৬৬০/ টাকার চেক বিতরণ করেন। এছাড়াও জাতীয় বীমা দিবস উপলক্ষে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।