সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় বীমা দিবস’২২ উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় প্রথমে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা কারিমুল হক, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন। “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত পরিসরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।