বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্যামনগর বাজারে জুয়েলার্স সমিতির কার্যালয়ে বাজুস শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বিকাশ ঘোষ’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু। সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুস জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি রায় দুলাল চন্দ্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুস জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ জুয়েলার্স সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি পরিতোষ কুমার দে, সাধারণ সম্পাদক ভৈরব দত্ত, বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন প্রমুখ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উজ্জল দত্তকে সভাপতি ও বিশ্বজিৎ মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট বাজুস শ্যামনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে এই ৫ সদস্যের কমিটি ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি তৈরী করবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল।