সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বল্প পরিসরে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাজরা ইউনিয়ন পরিষদের আয়োজনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম।
ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি রিপন হোসেনের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, মোজাম মোল্যা, এবাদুল মোল্যা, দীনেশ চন্দ্র মন্ডল প্রমূখ। এসময় ইউপি সচিব আব্দুল জলিল, ইউপি সদস্য সন্ধ্যা রানী মন্ডল, তহমিনা বেগম, রওশানারা, হাসমত ঢালী, রামপদ সানা, মফিজুল ইসলাম, সাইফুল ইসলাম বাচ্চু, খায়রুল ইসলাম, ইব্রাহিম খলিল টুকুসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।