সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদে মসজিদ পরিদর্শন ও উপস্থিত মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম মমিন (পিপিএম)।
শুক্রবার উপজেলার ফকরাবাদ “বাইতুল আমান” জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে জরাজীর্ণ মসজিদের সার্বিক অবস্থা প্রত্যক্ষ করেন তিনি। এসময় তিনি এ জরাজীর্ণ মসজিদটি সংস্কার করার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি উপস্থিত স্থানীয় মুসল্লীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, আপনার ছেলে-মেয়ে কোথায় কি করছে, সেটা আপনাদেরই খেয়াল রাখতে হবে। বর্তমান সময়ে মোবাইল ফোন যেমন ভালো, তেমনি খারাপ। মোবাইল ফোনের মাধ্যমে কি দেখছে এবং কার সঙ্গে কি চ্যাট করছে, সেটা পিতা-মাতা এবং বড় ভাই থাকলে নিজ দায়িত্বে নজরদারিতে রাখতে হবে। তিনি আরও বলেন, নিদিষ্ট সময়ের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ না করলে সরকারি সেবাসমূহ পাওয়ার ক্ষেত্রে নানাবিধ জটিলতা সৃষ্টি হতে পারে। তাই নিদিষ্ট সময়ের ভিতরে সকলকে টিকা গ্রহন করতে অনুরোধ জানান তিনি। ওসি বলেন, কোথাও আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে আপনারা আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানাবেন। আইন-শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সকলকেই আমার প্রয়োজন। সকলেই মিলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার কাছে যেতে কোন মাধ্যম লাগে না। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আপনারা আমার কাছে নিজেই যাবেন। পরিদর্শন ও মতবিনিময়কালে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাম সরদার, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংবাদিক এস এম শরীফসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।