সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দু’পাশে বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন লেগেছে। শুক্রবার ভাঙ্গন পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন।
গত তিন চার দিন পূর্ব থেকে লঞ্চ ঘাট সংলগ্ন প্রায় দু’শ ফুট বেড়িবাঁধে আকস্মিক ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের খবর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলে, শুক্রবার বিকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন এলাকা পরিদর্শনে আসেন। এসময় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্য শহিদুল্যাহ সানা, সাবেক ইউপি সদস্য গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী হাছান উল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।