বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় জলাবদ্ধতা নিরসন নিয়ে মতবিনিময় ওড়াকান্দি ঠাকুরবাড়ির পূজামন্ডপ পরিদর্শনে বিগ্রেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন কলারোয়ার কাকডাঙা সীমান্তে চারজন বাংলাদেশী ও তিনটি গরু আটক দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান গোপালগঞ্জের দু’টি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ শ্যামনগরের সাংবাদিক মারুফ হোসেনসহ ৪৮ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা কালিগঞ্জে বসত বাড়ি ভাঙ’চুর লুট’পাটের ঘটনায় যখম-৩ আটক-৩ কালিগঞ্জে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪৯টি মন্ডপে শুরু হয়েছে দুর্গোৎসব সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ ৪০ জনের নামে আদালতে মামলা নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. জোহর আলী’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “যারা জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসে না তারা কখনও দলকে ভালোবাসতে পারেনা। কিছু সুবিধাবাদী দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দলকে বিভক্তি করে। সাতক্ষীরা জেলা শ্রমিক শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু দলের জন্য একজন কর্মদক্ষ মানুষ এবং দলের জন্য নিবেদীত প্রাণ। দীর্ঘদিন ধরে অতি সুনামের সহিত সাতক্ষীরা জেলা শ্রমিক লীগ পরিচালনা করে আসছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল দ্বিধা দ্বন্দ ভুলে দল ও দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক ও সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি প্রমুখ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গির হোসেন শাহিন, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. জাহিদ খান, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমুখ। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আবুল হোসেন খোকন, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মো. দেলোয়ার হোসেন, জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সভাপতি শফিউর রহমান ডানলাপ, সাতক্ষীরা জেলা থ্রি-হুইলার মাহেন্দ্রা মালিক ও চালক সমবায় সমিতির আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা শেষে আহবায়ক কমিটি ঘোষনা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, ভিআইপি ট্র্যাক, ট্রাংলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, শ্রমিক নেতা হামিদুল ইসলামসহ জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর ও জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. জাহিদ খান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!