সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস,কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা- ৫৫০) সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আরশাদ আলী খোকার সভাপতিত্বে বক্তব্যে রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার বদিউর জামান (বদু), কার্যকারী সদস্য বেলাল হোসেন প্রমুখ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী (২৬ শে ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবন চত্বরে শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সাধারণ সভায় মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান করা হবে। অত্র শ্রমিক ইউনিয়নের পরিচয়পত্র ধারী সকল সদস্যগণকে নিজ নিজ পরিচয় পত্রসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া শ্রমিকদের মধ্যাহ্ন ভোজের আয়োজনের জন্য বিশাল আকৃতির দুটি গরু, দুটি ছাগল ক্রয় করা হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কার্যকারী সদস্য আক্তারুজ্জামান আক্তার।