সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জেলপাতুয়া ষষ্ঠপল্লী সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে জেলপাতুয়া গ্রামে এনজিও রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেপারেটেন্ট এর অর্থায়নে ও ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ১৩ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে রূপান্তর সুপেয় পানির প্লান্টটি নির্মান করে। প্লান্ট থেকে প্রতিদিন ৪০০০ লিঃ পানি উৎপাদিত হবে। এলাকার ৪০০ থেকে ৫০০ পরিবার এখান থেকে পানি সুবিধা পাবে। প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন কুমার ঢালীর সভাপতিত্বে ও রুপান্তরের উপজেলা সুপার ভাইজার রজব আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক এমরান হাসান, প্রকল্প ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, মহিলা মেম্বার কল্পনা রানী, শ্রাবন্তি বৈরাগী, মেম্বার সত্যরঞ্জন বৈরাগী, চন্দ্র কান্ত, পরিতোষ মন্ডল, পানির প্লান্ট এর সভাপতি কল্পনা রানী, ক্যাশিয়ার চন্দনা রানী, কেয়ারটেশার রেখারানী বাইন, সদস্য রেবতি রানী মন্ডল ও পূর্ণিমা রানী বাইন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে প্লান্টের শুভ উদ্বোধন করেন।