জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে সকল জেলা/উপজেলা আহবায়ক কমিটি বাতিল, পূর্বের কমিটি বহাল করা হয়েছে।
গত-ইং-০৩/০২/২০২২ তারিখ বেলা ১১টায় ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সকল দ্বন্দের অবসান ঘটাতে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যকরী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম। সভা পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ¦ কে.এম আযম খসরু। সভায় জাতীয় শ্রমিক লীগের গত ২৫/০২/২০২১ ইং তারিখের সাধারণ সম্পাদকের প্রেস বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় দপ্তরের গত ১৬/০৬/২০২১ ইং তারিখে প্রেস বিজ্ঞপ্তি আমলে না নিয়ে সম্মেলন ছাড়া বিভিন্ন জেলা/মহানগর/অঞ্চল শাখায় একক বা যৌথ স্বাক্ষরে প্রদত্ত সকল আহবায়ক কমিটি বাতিল বলে গণ্য হবে মর্মে গৃহীত হয়। সংগঠনের সকল স্তরে চেইন অব কমান্ড ফিরিয়ে আনার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে সভার পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সেমতে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২৮ জন সদস্য সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত পরিপত্রে বিভিন্ন জেলা/মহানগর/অঞ্চল শাখায় একক বা যৌথ স্বাক্ষরে প্রদত্ত সকল আহবায়ক কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় কমিটি।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সকলকে সকল দ্বিধা দ্বন্দ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার বিজয় লাভ এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক।