সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে এনির্বাচন অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন বড়দল ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান জগদীশ সানা।
গোয়ালডাঙ্গা বাজারের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৩২ ভোটারের মধ্যে ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, হার্ডওয়ার ব্যবসায়ী মহিউদ্দিন ফকির। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ হান্নান সরদার ১ ভোট ও লক্ষণ রাহা কোন ভোট পাননি। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আঃ মজিত মোড়ল ও কোষাধ্যক্ষ শেখ ইয়াহিয়া মনিরুজ্জামান ছোট্ট। ভোট পরিচালনা করেন, ইউপি চেয়ারম্যান জগদীশ সানা, ইউপি সদস্য জুলফিকর আলী ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা আঃ গনি ও ব্যবসায়ী ওছমান গনি। পরবর্তী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানাগেছে।