জাগ্রত চেতনায় বিভিন্ন স্থানে মহান একুশে পালন করা হয়েছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালন উপলক্ষে পুষ্পার্ঘ অর্পন, প্রভাত ফেরি, শোক র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামরুন্নেছা খানমের সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মারুফা খানম, তানভীর সুলতানা নিপা, শারমীন আক্তার প্রমুখ। গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজুদ্দীন সরদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ.টি.আর.এম হুমায়ুন কবির রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য দীপংকর কুমার ঘোষ, ম্যানেজিং কমিটির সভাপতি, সহকারি শিক্ষক জবা কুসুম সানা, শ্যামলী রানী, রাশেদা খাতুন, মোঃ আমিনুর রহমান প্রমুখ। গাভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারি শিক্ষক মৈয়ত্রি দাশ, সুরাইয়া সুলতানা, ফারহানা খাতুন, খাদিজা খাতুন, রাবেয়া খাতুন ও নাসির খান বক্তব্য রাখেন। গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় সুপার মাও. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার আব্দুর রহমান, সহকারী শিক্ষক আবুল হোসেন, আব্দুল জলিল, শিরিনা সুলতানা, কামরুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. নজরুল ইসলাম। এছাড়া গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজ, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ফিংড়ী মজিদিয়া ছিদ্দিকীয়া আলিম মদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।