আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম ভোরে পুস্পস্থবক অর্পন করে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জনতা ব্যংক লিমিটেড সাতক্ষীরা আগরদাঁড়ী শাখা।
পরিপূর্ন স্বাস্থ্য বিধি মেনে সোমবার ভোর সাড়ে ৭টায় ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-মহা ব্যস্থাপক মো: আব্দুস সালাম, এজিএম মো: রকনুজ্জামান, মো: রবিউল ইসলাম, বেনজির আহমেদ ও জনতা ব্যাংক সাতক্ষীরার আগরদাঁড়ী শাখার ব্যস্থাপক মো: শাহিনুর রহমানসহ অত্র শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ। এসময় জনতা ব্যাংক লিমিটেড এর সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।