মহান একুশের ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও চলমান মুজিব বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল নানা কর্মসূচি পালন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মুজিব বর্ষ উপলক্ষ্যে বিভিন্ন গ্রাহকদের ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রদান করা হয়েছে। আগত গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স জমা নিয়ে তাৎক্ষণিক ছবি তুলোসহ বায়োমেট্রিক গ্রহন, বিভিন্ন মোটরযানের রেজিষ্ট্রেশন গ্রাহকদের রেজিষ্ট্রেশন কাগজ পত্র শোরুম কর্তৃক জমা নিয়ে তাৎক্ষণিক নাম্বারের একনলেজমেন্ট ছিলিপসহ অন্যান্য কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের প্রদান, সরজমিনে বিভিন্ন মোটরযান পরিদর্শন ও ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
এদিকে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) এ এস এম ওয়াজেদ হোসেনের দিকনির্দেশনায় ও মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোর্দ্দার এর নেতৃত্বে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। পুস্পস্তবক অর্পণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল ইসলাম ও সিল মেকানিক শেখ আমিনুর হোসেন।