সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, শেখ মাগফুর রহমান লালু, লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, মুক্তিযোদ্ধা লীগ সদর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা লীগ পৌর শাখার সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, সাধারণ সম্পাদক শেখ তৈয়েবুর রহমান শান্ত, দিনেশ চন্দ্র, জিল্লুর রহমান, রুহুল আমিন ও আবুল কালাম, সামিউল সজল প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. আব্দুল বারী।