ঠাকুরগাঁও কর্ণেট সাংস্কৃতিক সংসদের পরিবারের মরহুমদের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে কর্নেট সাংস্কৃতিক সংসদের কার্যালয় (আমাদের বাজারে) এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শোক সভায় সৈয়দ নূর হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন কর্নেট সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ শামীম ফেরদৌস টগর, এবিএম সিদ্দিক বাবু, সরোয়ার চৌধুরী, সাবেক সভাপতি সাজেদুর রহমান সাজেদ, সাবেক সহ-সভাপতি মমিনুর রহমান বিশালসহ ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মো. শাহিন ফেরদৌস।
এছাড়াও কর্নেট পরিবারের মরহুমদের আত্নীয়-স্বজন ও কর্নেট পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের পরিবারের মরহুমদের স্মরণ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।