না ফেরার দেশে পাড়ি জমালেন গোপালগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আকরামুজ্জামান (আকরাম)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টায় রাজধানীর ইবনে সিনা (প্রাঃ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
আকরামুজ্জামানের হঠাৎ মৃত্যুর খবরে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এড.মোল্লা মো.আবু কাওছার, গোপালগঞ্জ জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর সহ অন্যান্য নেতৃবৃন্দ হাসপাতালে যান। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আকরামুজ্জামান আকরামের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিম, তাঁর পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, প্রধানমন্ত্রীর এপিএস -২ ও সাবেক ছাত্রনেতা গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকাত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক তাসবিরুল হুদা বাবু, মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, ভাইস-চেয়ারম্যান নিতিশ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
পরে পারিবারিক সিদ্ধান্তে গত রাতেই মরহুমের লাশ বিশেষ লাশবাহী গাড়িতে করে নিজ জেলা গোপালগঞ্জে আনা হয়।
মরহুম আকরামুজ্জামান আকরামের জানাজার নামাজ আজ শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজের পর গোপালগঞ্জ এস.কে আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ আদায়ের পর তাকে মিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।