মাছ চুরির অভিযোগে মৎস্যজীবী লুৎফর নিকারী হত্যার ঘটনায় সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকর পদ থেকে সরদার মশিয়ার রহমানকে সাময়িকভাবে বহিস্কার করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়। পত্রে দলীয় পদ ব্যবহার করে সস্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকা এবং কৃষি শ্রমিক হত্যায় প্রাথমিকভাবে জড়িত থাকার অভিযোগ তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একইসাথে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা পত্র প্রাপ্তির ২১ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৮ ডিসেম্বর তালা উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠণ করা হয়। কমিটিতে সরদার মশিয়ার রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।