সাতক্ষীরা তালা প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। সভার শুরুতেই জেয়ালা নলতা গ্রামের লুৎফর রহমান নিকারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
সভায় বক্তারা লুৎফর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল কর্তৃক তালা প্রেসক্লাবকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার তীব্র নিন্দা জানান। একই সাথে সভায় তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের গ্রেফতারের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং তার দ্রুত মুক্তির দাবী জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, সদস্য গাজী সুলতান আহম্মেদ, অর্জুন বিশ্বাস, খলিলুর রহমান লিথু, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক ইয়াছিন আলী, মোঃ নুর ইসলাম, প্রভাষক নজরুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, মোঃ তাজমুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সকদার আবু জাফর বাবু, কামরুজ্জামান মিঠু, আছাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, সুমন রায় গনেশ, কাজী লিয়াকত হোসেন, এসকে রায়হান প্রমুখ।