রাজনৈতিক প্রতিপক্ষের কুপরামর্শে সাতক্ষীরার কলারোয়ার সাবেক ছাত্রলীগ নেতাকে হয়রানি করতে নারী কর্তৃক ব্লাক মেইল এবং মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়ার পরানপুর গ্রামের শেখ মোশাররফ হোসেন এর ছেলে মেহেদী হাসান নাইস।
বুধবার ১৯ আগষ্ট দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান নাইস জানান, আমি কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক। আমার রাজনৈতিক জীবনে কোন নারীকে হয়রানি বা অপরাধ কর্মকান্ডের অভিযোগ নেই। আমি বর্তমানে উপজেলা যুবলীগের প্রার্থী হিসাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। কিন্তু সম্প্রতি আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গণপতিপুর এলাকার হানিফ আলীর কন্যা মুন্নি আক্তারকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মুন্নি আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার সাথে আমার কোন সম্পর্ক ইতোপূর্বেও ছিলো না। বর্তমানেও নেই। অথচ সে বিভিন্ন দপ্তরে মিথ্যাচার করে নানান আপত্তিকর অভিযোগ করে যাচ্ছে। মুন্নির মা শাহানারা ও পিতা হানিফ মেয়ের এধরনের অকর্মের প্রতিবাদ না করেও উল্টো তার পক্ষ নিয়ে এই ন্যাক্কার জনক কাজে সহযোগিতা করে যাচ্ছে।
তিনি বলেন মুন্নির সাথে বছর খানেক আগে ২/১ দিন মোবাইলে কথা হলেও তাকে সেভাবে কোন ধরনের আশ্বাস তো দূরের কথা কোন সম্পর্কই তৈরি হয়নি। শুধু মাত্র রাজনৈতিক সুনাম নষ্ট করতে আমার রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে এবং আমার কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার লক্ষ্যে এধরনের জঘন্যতম মিথ্যাচারে লিপ্ত হয়েছে মুন্নি ও তার পরিবার। এতে আমার সামাজিক মান মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।
তিনি আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় ১২ বছর ছাত্রলীগের রাজনীতি করে আসছি। এ দীর্ঘ সময়ে আমার বিরুদ্ধে কেউ নারী কেলেঙ্কারী বা অভিযোগ দিতে পারলো না। অথচ যেই যুবলীগের মত একটি গুরুত্বপূর্ণ সংগঠনের পদপত্যাশা করছি ঠিক সেই সময়ে স্থানীয় কুচক্রী মহলের স্বার্থ উদ্ধার করতে আমাকে এবং আমার পরিবারকে সামাজিক-রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমি বর্তমানে বিবাহিতা স্ত্রীকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঘর সংসার করে যাচ্ছি। কিন্তু ওই চরিত্রহীন অর্থলোভী মুন্নী এবং তার পরিবারের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছি। আমার রাজনৈতিক ও সামাজিক মান রক্ষার্থে ওই চরিত্রহীন অর্থলোভী মুন্নী ও তার পিতা-মাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১১নং দেয়াড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সানি খান, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ।
বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।