সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মহামারী করোনার কারণে সরকারি নির্দেশনা মেনে ১৫ আগস্ট ২০২০ শনিবার সকালে কলেজে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রথমে যথাযথ নিয়মে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজ্ঞান ভবনের হল রুমে দিবসের আলোচনা সভা, হামদ-নাত, বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন। শিক্ষক মো: আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক কাউন্সিলের সম্পাদক ও সহকারী অধ্যাপক মো: মইনুদ্দিন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রভাষক এস এম ফিরোজ আহমেদ ও কলেজ ছাত্রলীগের সভাপতি আমির হোসেন মিঠু।
আলোচনা সভার পূর্বে হামদ-নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার স্কাউটস সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, উন্নয়নের রূপকার, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং বাংলাদেশ তথা বিশ্বব্যাপী বিস্তৃত মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে সবশেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো: হাফিজুর রহমান।
উক্ত বিভিন্ন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক মো: আজহারুল ইসলাম, শেখ মিজানুর রহমান, মো: শহীদুল ইসলাম, সিনিয়র প্রভাষক আলহাজ্জ মো: আকবর আলী, আলহাজ্জ মো: মোশারফ হোসেন, মো: জাহাঙ্গীর কবীর, মো: শাহানুর রহমান, আলহাজ্জ মাসুদ করীম, মো: আব্দুর রহমান, মো: মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক মো: আমিনুর রহমান, মো: আবু জাফর সিদ্দিকি, মো: রোকনুজ্জামান, মো: আনোয়ার সিদ্দিকী, আনোয়ারা খাতুন, প্রদীপ কুমার মন্ডল, মো: রোকনউজ্জামান, শাহজাহান কবীর, জি এম রফিকুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মো: আত্তাবুজ্জামান মধু, মো: আবু তাহের, প্রদর্শক মো: আমিনুর রহমান, মোস্তফা আবু রাইহান, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মাহি, কলেজের হিসাবরক্ষক বৈদ্যনাথ সরদার, অফিস সহকারী আব্দুল আলিম, সিনিয়র রোভার মেট আব্দুল কাদের, রোভার মেট মোস্তফা, সাকিল, নাহিদ, শিক্ষার্থী মাসুম বিল্লাহ, শিহাব জুহুরী আবীর, সুমাইয়া পারভীন রিজমা, স্টাফ শাহাবুদ্দিন, শেখ আজিজুল ইসলাম, শওকত হোসেন, মামুন ইসলাম, ফতেমা খাতুন, লুৎফর রহমান প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিহাব জুহুরী আবীর।
সভায় বক্তাগণ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।