সাতক্ষীরায় নবজীবনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান।এসময় বঙ্গবন্ধু বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ি ছাত্র ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। এসময় নবজীবনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।