সাতক্ষীরা ৫নং ওয়ার্ড দিনভর নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত র্বাষিকী পালিত হয়েছছ।
মিয়া সাহেবের ডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ওয়ার্ড আ’লীগের সহসভাপতি আব্দুল গফফর অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা মোছা: রওশন আরা খাতুনের পরিচালনায় শোক দিবস প্রধান অতিথির বক্তব্যে রাখেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা জাহাঙ্গীর হাসান খোকন, আব্দুর রউফ, ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা আবু সাইদসহ অনেকে।
পরে মরহুমের আতার মাগফিরাত কামনা করে মাওলানা আব্দুল্লাহ দোয়া মোনাজাত পরিচালনা করেন।