সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামবাসীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) এ উপলক্ষে দিনভর কোরআন খানি ও ২শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, নলকুড়া নাট্য গোষ্ঠির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার তৌকির রহমান, শেখ শফিকুল ইসলাম, আহসান, আরিফ, আশিক ও রবি প্রমুখ।