বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের নিজস্ব উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় সুলতানপুরস্থ পৌর কাউন্সিলরের কার্যালয়ে অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, শেখ আব্দুর রাজ্জাক, শাহাজান কবির সাজু, মিকাইল হোসেন, লুৎফর রহমান, বিপ্লব, খোকন, শাওন, জামান ও লিটু প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর শাহী মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ হোসাইন আলী।