সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সতক্ষীরার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
এদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় শোক দিবসে শহরের খুলনা রোড মোড়ে নবনির্মিত বঙ্গবন্ধু মোড়ালে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক জামান সাহেদ, সাতক্ষীরা জেলার সাবেক সহ সভাপতি এস এম আশিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আছিফ শাহবাজ খান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক শেখ আহসান হাবীব লিমু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, শোভন, জোবাইর, হিমেল, আরাফাত, নোমান, দ্বীপ, ফারিব, আছিপ, সুজল, নাইম সরোয়ার সহ অন্য নেতা কর্মীরা।