বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে দেশের জনপ্রিয় প্রথম শ্রেণীর অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্তা বাজারের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এম.আজমানুর রহমান।
গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি এস.এম মওদুদ হোসেন রিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাছানুল বান্না’র সঞ্চালনায় কেক কেটে অনুষ্ঠানটির যাত্রা শুরু করেন।
অতিথিরা বলেন, তরুণ সংবাদকর্মীদের নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বার্তা বাজার দেশবাসীর কাছে অবহেলিত মানুষদের দুর্দশার চিত্র তুলে ধরছে। আগামীতে এই ধারা অব্যহত থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।
এ সময় স্বাস্থ্য বিধি মেনে গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাইটিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ, স্থানীয় দৈনিক যুগের সাথী পত্রিকার বার্তা সম্পাদক এম.আরমান খান জয়, টুঙ্গিপাড়া নিউজের স্টাফ রিপোর্টার রোমান মোল্লা সহ জেলায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।