গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রয়াত মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতিহা ও দুরূদ পাঠ করে বঙ্গবন্ধু ও ‘৭৫ সালের ১৫ই আগষ্ট তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগ অফিসে গোপালগঞ্জ জেলা আ.লীগ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এমদাদুল হক বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, অফিসার ইনচার্জ এ,এফ,এম, নাসিম, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ আ.লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।