সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২নং জালালবাদ ইউনিয়ানের ১ নং ওয়ার্ড আহসাননগর গ্রামের রাস্তার বেহালদশা’র প্রতিবাদে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী।
বৃহষ্পতিবার সাড়ে ১১টার দিকে উপজেলার জালালবাদ ইউনিয়র ১ নং ওয়ার্ডের আসাননগর এলাকাবাসী এ প্রতিবাদ জানাই।প্রতিবাদে অংশ গ্রহণকারী স্থানীয় এলাকাবাসী মো: নাহিদ হাচান জানান, ২ নং জালালবাদ ইউনিয়ানের ১ নং ওয়ার্ড আহসাননগর গ্রামের মনির দোকান হতে আহম্মাদ আলীর বাড়ি পর্যান্ত রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ কাচা রাস্তাটি দিয়ে গ্রামের সকল লোকজন নানা ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করছে। বর্ষার সময় ভ্যান, অটো ভ্যান, মোটর সাইকেল চলাচল করতে পারে না। রাস্তাটি চলাচলের অনুপযোগী, প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা, বাড়ছে জনসাধারণের দুর্ভোগ।সংস্কারের অভাবে রাস্তাটি এখন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে ওঠেছে। কিন্তুু দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটির বেহাল দশা যার কোন প্রতিকার নেই বললেই চলে। বর্ষাকাল আসতে না আসতেই পুরোপুরি নর্দমার জমায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উন্নয়ন ও ব্যাবসা বানিজ্যের সম্প্রসারনের লক্ষে সড়কটি নির্মানের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এলেকাবাসী আরো বলেন এ রাস্তা দিয়ে প্রতি দিন লক্ষ লক্ষ টাকার মাছ দেশের বিভিন্ন প্রান্তে যায় কিন্তু দীর্ঘ দিন সংস্কারের অভাবে এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, তাই এলেকাবাসি পাকা সড়ক নির্মানে দাবী জানিয়েছে।