শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ পৌর শাখার নিজস্ব কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুল আলীম সরদার, পৌর শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), মধুমোল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুস সালাম, পৌর ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি সাংবাদিক মাসুদ আলী, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল, মোঃ আলম, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সদস্য বোরহান বখতিয়ার, মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।
সভায় ১৫ আগস্ট প্রত্যুষ জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কোরআনখানী, দোয়া ও আলোচনা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থ দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়।