সাতক্ষীরায় মাদ্রাসা থেকে দুই ছাত্র নিখোঁজ হয়েছে। গত ৯ আগস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে বের হয়ে তারা আর ফিরে আসেনি। এদিকে, নিখোঁজ হওয়া দুই ছাত্রের সন্ধানের দাবিতে থানায় সাধারণ ডায়রি করছে তাদের পরিবার।
নিখোঁজ হওয়া ছাত্ররা হলো, শহরের খড়িবিলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাহাতুল ইসলাম শাওন (১২) ও কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার আইয়ুব হোসেনের ছেলে ইমামুল হোসেন (১৩)।
গতকাল সোমবার (১০ আগষ্ট) শাওনের বাবা জাহাঙ্গীর হোসেন ও আজ মঙ্গলবার (১১ আগষ্ট) ইমামুলর চাচা আরিফ হোসেন মিটু সাতক্ষীরা সদর থানায় দুটি পৃথক সাধারণ ডায়রি করেন। যার ডায়রী নং- ৪৪০ ও ৪৭৩।
সাধারন ডায়রী সূত্রে জানা যায়, মাদ্রাসা ছাত্র রাহাতুল ইসলাম শাওন ও ইমামুল হোসেন বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসায় হেফজা বিভাগে পড়াশোনা করে। গত ৯ আগস্ট ২০২০ তারিখ বেলা ১১ টার সময় তারা উক্ত মাদ্রাসা থেকে বের হয়ে আর মাদ্রাসায় ফিরে আসেনি। বাড়িতেও যায়নি তারা। তাদের স্বজনরা বিভিন্ন স্থানে ও আত্মীয়ের বাড়ীতে খোঁজখবর নিয়েও তাদের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
নিখোঁজ শাওনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি। পরনে সাদা রঙের পাঞ্জাবি। এছাড়া ইমামুল হোসেনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মাদরাসা ছাত্রের নিখোঁজের ঘটনায় থানায় পৃথক দুটি সাধারণ ডাইরি করেছে নিখোঁজ ছাত্রদের স্বজনরা। নিখোঁজ ছাত্রদের উদ্ধারে কাজ করছে সদর থানা পুলিশ বলেও জানান তিনি।