১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আলোচনা সভা ও ফলজ গাজ রোপন কর্মসূচী পালন করা হয়।
সোমবার শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্র টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচীর বিষয় নির্দেশনা প্রদানের করেন জনাব সমীর মল্লিক, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জ।
শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ পরিদর্শন করেন। তিনি একজন দক্ষ, সৎ, বিনয়ী।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন, শিশুদের করোনা সচেতনতার বিষয় পরামর্শ দেন এবং ফলজ গাছ রোপন করেন।