পিটিআই এর সাতক্ষীরা সদর ও তালা উপজেলা রিসোর্স সেন্টারের দু’ ডাটা এন্ট্রি অপারেটরকে যথাক্রমে কলারোয়ায় ও সদর বদলী করা হয়েছে।
স্ব -স্ব আবেদনের প্রেক্ষিতে পিটিআই সুপার ইনটেনডেণ্ট এসএম রাউফার রহিম গত ১২ জুলাই তাদেরকে বদলীর আদেশ দেন।
সাতক্ষীরা জেলা প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ কামরজ্জামান ও তালা রিসোর্স সেন্টারের ডাটা এন্টি অপারেটর কৃষ্ণপদ রায় এর মধ্যে বদলী হওয়া নিয়ে একটি মহল বিভিন্নভাবে অপপ্রচার করে আসছিলো। একপর্যায়ে ওই দু’ ডাটা এট্রি অপারেটর কথা বলে তারা নিজেরাই বদলী হওয়ার জন্য আবেদন করেন গত জুলাই মাসের প্রথম সপ্তাহ। সে অনুযায়ি পিটিআই সুপাররেইন্টেডন্ট এসএম রাউফার রহিম গত ১২ জুলাই কামরুজ্জামানকে কলারোয়ায় ও কৃষ্ণপদ রায়কে সাতক্ষীরা সদর রিসোর্স সেন্টারে বদলীর আদেশ দিয়ে ৩০ জুলাই তাদেরকে কর্মস্থল থেকে অবমুক্ত করেন। সে অনুযায়ি কৃষ্ণপদ রায় সদরের ইন্সট্রাক্টর আবু তাহেরের কাছে আবেদন করে গত বৃহষ্পতিবার যোগদান করেন। একইভাবে কলারোয়ার ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের কাছে আবেদন করে রবিবার যোগদান করেন মোঃ কামরজ্জামান।
পিটিআই সুপাররেইন্টেডন্ট এসএম রাউফার রহিম কৃষ্ণপদ রায় ও মোঃ কামরজ্জামানর বদলী জনিত স্থানে যোগদানের সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু তাদের স্বেচ্ছায় আবেদনের প্রেক্ষিতে বদলী করা হয়েছে সেক্ষেত্রে তাদেরকে কোন ভ্রমন ভাতা দেওয়া হয়নি।