সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশে সাতক্ষীরার মহাসড়ক গুলোর কয়েকটি পয়েন্টে শনিবারে গণপরিবহন বাসসহ বিভিন্ন যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
করোনাকালীন সময়ে গণপরিবহনে মাস্কবিহীন যাত্রী পরিবহন,সরকার নির্দেশিত যাত্রী বহনের চেয়ে অধিক যাত্রী পরিবহন করায় এবং সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক ভাড়া নেয়ায় পরিচালিত মোবাইল কোর্টে ৩২ টি মামলায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করাহয়েছে।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদেরও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য আহবান করা হয়।