গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) -এর মহাপরিচালক এ.এম. আমিনুল হক।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দ্রুত করোনা থেকে মুক্তি চেয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় তিনি অংশ নেন।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ.কে.এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হাকিম, গোপালগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিউল আলম চয়ন, উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস, টুঙ্গিপাড়া উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো.নাছির আহমেদ সহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
এরপর তিনি টুঙ্গিপাড়া খাল ও হেলিপ্যাড পরিদর্শন করেন।