শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-৯, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রকিবুর রহমান ১০ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার নতুন কমিটি গঠন: মোস্তফা সভাপতি ও বেলাল সম্পাদক  আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষীন শ্রীপুর বিএনপি’র উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে সাইকেল র‍্যালী  সাতক্ষীরার বাশদহা ইউনিয়ন কৃষকদলের সমাবেশে জননেতা চেয়ারম্যান আঃ আলীম ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মাজার হতে মিরপুর -১ নং ক্রসিং পরিহারে ডিএমপির জরুরী বার্তা  অজ্ঞাত অপেক্ষা- কবি তানভীর আহমেদ তালা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ সভাপতি প্রশান্ত কুমার ঘোষ পুনরায় নির্বাচিত

সাতক্ষীরায় প্রতিপক্ষ কর্তৃক মিনি ফ্লাসিং স্লুইস গেট জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে মৎস্য চাষের জন্য নির্মিত ও পারিবারিক ভাবে ভোগদখলীয় একটি মিনি ফ্লাসিং স্লুইস গেট প্রতিপক্ষ কর্তৃক জবরদখল চেষ্টা অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে  সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত অধরচন্দ্র মাঝির ছেলে প্রদীপ কান্তি মাঝি এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মৎস্য চাষের সুবিধার্থে ১৯৯৫ সালে পাউবো কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমাদের শরীক অংশের এজমালী তপশীল বর্ণিত জমির সামনে পাউবো’র বেড়িবাঁধের উপর নিজস্ব অর্থায়নে “ভাই ভাই মৎস্য প্রকল্প” একটি মিনি ফ্লাসিং স্লুইস গেট নির্মাণ করা হয়। সেসময় আমারা বাব গেটটি আমার আপন ভাই প্রশান্ত কুমার মাঝির নামে অনুমোদন করেন। ২০০৯ সালে  বাবা’র মৃত্যুর পর আমরা তিন ভাই পৃথক অন্নে বসবাস করতঃ যার যার অংশমত চিংড়ি ঘেরটি ভাগ করে নেই। গেটের অনুমোদন নামী ভাই প্রশান্ত কুমার মাঝি ভারতে চলে যাওয়ার পর থেকে আমি (প্রদীপ কান্তি মাঝি) নিজে ফ্লাসিং স্লুইস গেটটি দেখাশুনা ও রক্ষনাবেক্ষন করে আসছি। কিন্তু প্রতিবেশী মৃত সুধীর মাঝির ছেলে তপন কুমার মাঝি আমার ভাই প্রসাদ মাঝির সঙ্গে যুক্ত হয়ে আমার পৈত্রিকভাবে ভোগদখলীয় ফ্লাসিং স্লুইস গেটটি জবর দখলের চেষ্টা করছে।

আমাদের ভাই-ভাইয়ের পারিবারিক সমস্যার মধ্যে তৃতীয় পক্ষের সুযোগ নিয়ে তপন মাঝি নিজে ওই স্লুইস গেটটি দখলের পায়তারা চালাচ্ছে।

তিনি আরো বলেন, বিগত ২০১৬ সালের ১০ জুন শ্যামনগর উপজেলা যুবলীগ নেতার মধ্যস্থতায় ২০১৭ সালের জানুয়ারী মাসের পর থেকে তপন মাঝি উক্ত গেটটি দখল করবে না মর্মে লিখিত প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় সে এখনো গেট দখলের চেষ্ট করছে। উল্টো সে সংবাদ সম্মেলন করে আমিসহ আরো কয়েকজনের বিরুদ্ধে তার ভোগ দখলীয় ঘের লুটের অভিযোগ করে। যা সম্পূর্ন মিথ্যে, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত। গত চার বছর ধরে তপন মাঝি, আমি ও আমার ভাইপো সাধান মাঝিসহ অন্যান্যরা শান্তিপূর্নভাবে নিজেদের স্ব স্ব ঘের সুষ্টভাবে পরিচালনা করে আসছি।

প্রদীপ কান্তি মাঝি অভিযোগ করে বলেন, উক্ত ফ্লাসিং স্লুইস গেটটি ব্যবহার করে এলাকার প্রায় ২৫০ বিঘা জমির চিংড়ি ঘেরে পানি ওঠানামা করে। কিন্তু সম্প্রতি স্থানীয় আ’লীগ নেতা মোশারফ হোসেনের প্ররোচনায় তপন মাঝি ও তার ছোট ভাই স্বপন মাঝি, গোপাল মাঝি, দীনবন্ধু মাঝি, রামকৃষ্ণ মাঝি, আহসান, হারুন, ও রউফ মেম্বর একত্রিত হয়ে আমি  ও আমার ভাইপো সাধন মাঝির ভোগ দখলে থাকা চিংড়ি ঘেরসহ ফ্লাসিং স্লুইস গেটটি জবর দখলের চেষ্টা চালাচ্ছে। এছাড়া ঘের লুট ও মারপিটসহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। যে করানে আমি ও আমার পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি।

তিনি সন্ত্রাসী তপন মাঝি ও সাঙ্গ পাঙ্গরা যাতে তার (প্রদীপ) বাবার নির্মিত ফ্লাসিং স্লুইস গেটটি দখল করতে না পারে এবং তাদের হাত থেকে রেহাই পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!