জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে আটটায় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতের নাম সবিতা সরকার (৪৮)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের চাঁদসী ডাক্তার রামপদ সরকারের স্ত্রী।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বুধবার বিকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন গৃহবধু সবিতা সরকার। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।
এনিয়ে, সাতক্ষীরায় করনোর উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ৬২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন।