করোনার প্রাদূর্ভাবের মধ্যে সম্প্রতি অতিবৃষ্টিতে পানিবন্দি সাতক্ষীরা পৌরসভার ৩ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থঅসহায় মানুষের জন্য খাদ্য নিয়ে পাশে দাঁড়ালেন পৌরসভার সাবেক জনপ্রিয় কাউন্সিলর প্রয়াত মোঃ ওবায়ইদুল্লাহ’র স্ত্রী ও সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডে নির্বাচিত মহিলা কাউন্সিলর নূর জাহান বেগম।
মহিলা কাউন্সিলর নূর জাহান বেগমের ব্যক্তিগত উদ্যোগে তার নিজস্ব কর্মীদের মাধ্যমে শুক্রবার দুপুরে ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা বদ্দিপুর কলনি, হরিতলা, ঘোষপাড়া, তালতলা, বসতিপাড়া, ঋষীপাড়াসহ জলাবদ্ধতা এলাকায় বাড়িতে বাড়িতে অসহায় মানুষের মাঝে এসব রান্না করা খাবার পৌছে দেওয়া হয়।
অতিবৃষ্টিতে পানিবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নূর জাহান বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।