সামাজিক দূরত্ব বজায় রেখে গাজীপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদ ২০২১-২২ এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহন করেছে নির্বাহী পরিষদ।
গাজীপুর প্রেসক্লাবে বৃহস্পতিবার সকাল ১১ টায় ক্লাব ভবনের ২য় তলায় আনুষ্ঠানিক ওই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন নব নির্বাচিত সভাপতি অধ্যাপক মাসুদুল হক ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে মাসুদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাহিম সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজিব, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহতাব উদ্দিন আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক প্রমুখ। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাবের কর্মকর্তা আবিদ হোসেন বুলবুল, সাদেক আলী, আফজাল হোসেন, সাইফুল্লাহ, আশজাদ রসুল সিরাজী সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য, সহযোগী সদস্য এবং আগত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রেসক্লাবের গঠনতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখে ক্লাব পরিঢানায় সকলের সহযোগিতা চান। ২১ শে আগষ্টের বর্বরোচিত গ্রেনেড হামলা দিবসে সকল সদস্যদের ঐক্য বদ্ধ ভাবে দিবস পালনের জন্য নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ জানান।
ক্লাবের সভাপতির বক্তব্যে মাসুদুল হক বলেন গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিহতদের স্মরণে ২১ শে আগষ্ট সকাল ১১টায় ক্লাব ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্বাধীনতার স্বপক্ষের সকল সাংবাদিক বন্ধুদের অংশগ্রহণের অনুরোধ করেন।