২০০৫ সালের ১৭ আগষ্ট সাতক্ষীরাসহ দেশব্যাপী ৬৩ জেলায় একযোগে জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাতক্ষীরা জেলা যুবলীগ।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মাহিতুল আলম মাহির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, যুবলীগ নেতা ও সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডঃ তামিম আহমেদ সোহাগ, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাছুম-উজ জামান, সাতক্ষীরা পৌর যুবলীগ নেতা তাইজুল ইসলাম, যুব নেতা শেখ মহায়মিনুল ইসলাম রিজভি, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা জজ, শাওন, নয়ন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি তালেবানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছিল জঙ্গীরা। এখনও জামায়াত শিবিরের ওই সস্ত্রাসীরা গোপনে তৎপরতা চালাচ্ছে। তারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টাষ্টা এখনও অব্যাহত রেখেছে। সস্ত্রাসী, মৌলবাদী জামায়াত-শিবির আর কখনও যেন রাজনীতি করতে না পারে সে জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবী জানান বক্তারা।