অশ্রুঝরা শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ব্রহ্মরাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ডিবি ইউনাইটেড হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ৯ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহীদুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ব্রহ্মরাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ মো. আব্দুর রশিদ, সেক্রেটারী আব্দুল ওহাব আজাদ, ডিবি ইউনাইটেড হাই স্কুলের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল আহাদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রহ্মরাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মোজাম্মেল হক। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।