রক্তাক্ত ১৫ আগষ্ট স্মরনে সাতক্ষীরার পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার বাদ মাগরিব গরেড়কান্দা ফুলতলা মোড়ে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সবুর সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন। প্রধান অতিথিতির বক্তব্যে তিনি বলেন, রক্তাত্ব ১৫ ই আগষ্ট হল এক কাল রাত্রি, এই রাতে বাঙালি জাতি হারিয়েছে তার শ্রেষ্ট সন্তান কে। তবে ঘাতকরা তাকে হত্যা করতে পারলেও তার চেতনাকে হত্যা করতে পারেনি।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি নাসেরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সধারণ সম্পাদক কবির হোসেন,শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রউপ খোকন,
৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসহাক সরদার, সাবেক ছাত্র নেতা আজিজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য সবুর খাঁন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ঈমান আলি।