হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে সাতক্ষীরায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরার কৃতি সন্তান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড.কাজী এরতেজা হাসান (সিআইপি)’র পক্ষ থেকে আজিজা মান্নান ফাউন্ডেশন এর সৌজন্যে রবিবার (১৫ আগস্ট) বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় পৌর ও সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী’র সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী নজরুল ইসলাম বাবুর সঞ্চালনায়-খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা পরিযদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ, সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন,দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য,সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন রাজ, বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি প্রকৌশলী মফিজুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সদস্য সালাউদ্দীন আল আজাদ, বিশিষ্ট সমাজ সেবক কাজী রেজাউল ইসলাম রাজা, শেখ আমিরুল হক, শেখ সাজাহান কবীর সাজু, শেখ ওমর আলী, মীর আশরাফ আলী, শেখ শফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক শেখ শহিদুল ইসলাম, কাজী টগর, স্বেচ্ছাসেবকলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি,দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি আমাদের গর্ব। প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যায় এরতেজা হাসান আমাদের পাশে থাকেন। তিনি সবসময় চেষ্টা করেন আমাদের এই আঞ্চলের মানুষের জন্য কিছু করার। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন।সুখে দুখে পাশে থাকেন। আমরা তার জন্য দোয়া করি। এ প্রসঙ্গে ড. কাজী এরতেজা হাসান সিআইপি বলেন, আমি সাতক্ষীরার সন্তান। এই অঞ্চলের মানুষের কথা সব সময় চিন্তা করি। কিভাবে মানুষকে সহায়তা করা যায়। এই চিন্তা আমি শিখেছি আমার পরিবার থেকে। পরিবার আমাকে শিক্ষা দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর। যতদিন বেঁচে থাকব সাতক্ষীরা মানুষের জন্য সাধ্যানুযায়ী কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।