সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড ছাত্রলীগ ও নলকুড়া তরুণ সংঘ’র উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠান, কোরআন খানি, শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে লাবসা ইউনিয়নের নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দোয়া অনুষ্ঠান, কোরআন খানি ও শোকসভা অনুষ্ঠিত হয়।
লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড: মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নলকুড়া নাট্যগোষ্টির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আলমগীর হোসেন, ১৩ নং লাবসা ইউপির ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নলকুড়া তরুণ সংঘের উপদেষ্টা গোলাম কিবরিয়া বাবু, নলকুড়া তরুণ সংঘের প্রচার সম্পাদক সাংবাদিক জি এম আক্কাজ আলী, যুগ্ম সম্পাদক সাংবাদিক খন্দকার আনিসুর রহমান তাজু, সহ সভাপতি মোখফুর হোসেন, লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নলকুড়া তরুণ সংঘের যুগ্ম সম্পাদক শেখ রিজভী আহম্মেদ, নলকুড়া তরুন সংঘের সহ-সাধারন সম্পাদক শেখ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর আলীম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল মতিন, সহ-প্রচার সম্পাদক মোঃ মুশফিকুর রহমান রিজভী, অর্থ সম্পাদক শেখ আরিফুল হাসান, সহ অর্থ সম্পাদক শেখ বায়েজীদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তৌকির, আবিদ, আজিম, হৃদয় ও আহসান প্রমুখ।
শোকসভা ও দোয়া অনুষ্ঠান শেষে সর্বস্তরের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।